হ্যালো বন্ধুরা, আজ আপনারা জানতে পারবেন কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হয়। "Online Driving Licence Apply Process" এই প্রতিবেদনটি টি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন।
Online Driving Licence Apply West Bengal |
১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক ভারতীয়র গাড়ি চলনোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি। এই প্রতিবেদন টি পুরো পড়ার পর আপনি সহজেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন।
এখন আপনি ঘরে বসেই খুবই অল্প সময়ের মধ্যে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, আর ঘরে বসে অল্প সময়ের Learner License ও পেয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স এর জন্য শুধু মাত্র একবার আপনাকে RTO অফিস যেতে হবে। অনলাইনে ড্রাইভিং লইসেন্সের আবেদন করার জন্য নিচের স্টেপ গুলি অনুসরণ করতে হবে।
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পদ্ধতি | Online Driving Licence Apply West Bengal
১. অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য প্রথমে ড্রাইভিং লাইসেন্সের আধিকারিক ওয়েবসাইট M-Parivahan এ যেতে হবে।
২. M-Parivahan এর হোম পেজ খুললে, Drivers / Learners License অপশন টিতে ক্লিক করুন।
৩. এখন একটি নতুন পেজ SarthionWeb খুলবে যেখানে নিজের State এর নির্বাচন করতে হবে।
৪. নিজের State নির্বাচন করার পর একটি নতুন পেজ খুলবে যেখানে Apply For Learner License অপশনটিতে ক্লিক করুন।
৫. তারপর Learner License আবেদন এর জন্য ইনস্ট্রানকশন পেজ ওপেন হবে, ওখানে নিচে Continue অপশন টিতে ক্লিক করুন।
৬. তারপর আপনার Category নির্বাচন করুন এবং যদি প্রথমবার learner license এর জন্য আবেদন করছেন তাহলে "Applicant does not hold any Driving/Learner license issued in India" বিকল্প টিতে ক্লিক করুন, এবং Submit বাটন টিতে ক্লিক করুন।
৭. তারপর আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে যেখানে দুটো অপশন থাকবে "Submit With Aadhaar Authentication" এবং "Submit Without Aadhaar Authentication", যদি আপনার আঁধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে প্রথমের অপশন "Submit With Aadhaar Authentication" অপশন টিতে ক্লিক করবেন। (অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এবং বাড়ি থেকেই learner license পেতে হলে আধার কার্ড এর সাথে মোবাইল নাম্বার লিংক থাকা অত্যন্ত জরুরি )
৭. তারপর আধার নাম্বার এর ঘরে আপনার আধার নাম্বার টি লিখুন এবং Generate Otp button টিতে ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বারে Otp এলে Enter Otp Here এর ঘরে Otp টি সাবমিট করুন ও নিচের টিক্ বাক্স গুলিতে টিক দিয়ে Authenticate button টিতে ক্লিক করুন।
৮. Authenticate button টিতে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার ব্যক্তিগত তথ্য সমেত একটি নতুন পেজ খুলবে। ওই পেজ টির তথ্যের সাথে আধার কার্ডের তথ্য মিলিয়ে নিন এবং নিচে Proceed বোতামটিতে ক্লিক করুন।
৯. পরবর্তী পেজে "RTO অফিস অপশনে আপনার নিকটবর্তী RTO টি চয়ন করুন এবং নিচের তথ্য গুলি আঁধার কার্ডের সাথে মিলিয়ে নিন।
৯.১. নিচে Educational Qualification এর ঘরে লিস্ট থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী বিকল্প টি পছন্দ করুন। (*এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে আপনি কতদূর পড়াশোনা করেছেন বোঝানো হয়েছে। )
৯.২. তারপর Blood Group এর ঘরে আপনার ব্লাড গ্রুপ কি রয়েছে তা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি ব্লাড গ্রুপ না জেনে থাকেন তাহলে আপনি নিকটবর্তী কোনো ল্যাব থেকে রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার Blood Group টি জেনে নিতে পারেন অথবা Unknown অপশন টিও সিলেক্ট করতে পারেন।
৯.৩. নিচে Mobile No Registered With Aadhar এর ঘরে, আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর টি ইনপুট করে দেবেন।
৯.৪. তার নিচে আপনার Address অনুযায়ী District, Sub-District, Village/Town, Police Station, Landmark এবং Pincode এর ঘর গুলো ভরে ফেলুন।
৯.৫. নিচে Situation Of Stay at Present Address এর ঘরে আপনি উপরের address এ কত বছর ধরে বসবাস করছেন সেটি লিখে দিবেন।
৯.৬. তার নিচের Present Address এবং Permanent Address একই থাকে তাহলে Same As present address এর বক্সে টিক করে দেবেন। আর যদি না থাকে তাহলে উপরের মতো আবার আপনার Present Address অনুযায়ী District, Sub-District, Village/Town, Police Station, Landmark এবং Pincode ঘর গুলো ভরে ফেলুন।