Online Driving Licence Apply West Bengal 2023। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন

আপনি কি জানেন কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়(Online Driving Licence Apply Process)? জানতে হলে এখনই পড়ুন আমাদের প্রতিবেদনটি।
Som

হ্যালো বন্ধুরা, আজ আপনারা জানতে পারবেন কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হয়। "Online Driving Licence Apply Process" এই প্রতিবেদনটি টি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন।

Online Driving Licence Apply West Bengal
Online Driving Licence Apply West Bengal

১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক ভারতীয়র গাড়ি চলনোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি। এই প্রতিবেদন টি পুরো পড়ার পর আপনি সহজেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন।


এখন আপনি ঘরে বসেই খুবই অল্প সময়ের মধ্যে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, আর ঘরে বসে অল্প সময়ের Learner License ও পেয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স এর জন্য শুধু মাত্র একবার আপনাকে RTO অফিস যেতে হবে। অনলাইনে ড্রাইভিং লইসেন্সের আবেদন করার জন্য নিচের স্টেপ গুলি অনুসরণ করতে হবে। 


অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পদ্ধতি | Online Driving Licence Apply West Bengal


১.  অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য প্রথমে ড্রাইভিং লাইসেন্সের আধিকারিক ওয়েবসাইট M-Parivahan এ যেতে হবে।


২. M-Parivahan এর হোম পেজ খুললে, Drivers / Learners License অপশন টিতে ক্লিক করুন।


৩. এখন একটি নতুন পেজ SarthionWeb খুলবে যেখানে নিজের State এর নির্বাচন করতে হবে।


৪. নিজের State নির্বাচন করার পর একটি নতুন পেজ খুলবে যেখানে Apply For Learner License অপশনটিতে ক্লিক করুন।


৫. তারপর Learner License আবেদন এর জন্য ইনস্ট্রানকশন পেজ ওপেন হবে, ওখানে নিচে Continue অপশন টিতে ক্লিক করুন।


৬. তারপর আপনার Category নির্বাচন করুন এবং যদি প্রথমবার learner license এর জন্য আবেদন করছেন তাহলে "Applicant does not hold any Driving/Learner license issued in India" বিকল্প টিতে ক্লিক করুন, এবং Submit বাটন টিতে ক্লিক করুন।


৭. তারপর আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে যেখানে দুটো অপশন থাকবে "Submit With Aadhaar Authentication" এবং "Submit Without Aadhaar Authentication", যদি আপনার আঁধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে প্রথমের অপশন "Submit With Aadhaar Authentication" অপশন টিতে ক্লিক করবেন। (অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এবং বাড়ি থেকেই learner license পেতে হলে আধার কার্ড এর সাথে মোবাইল নাম্বার লিংক থাকা অত্যন্ত জরুরি )


৭. তারপর আধার নাম্বার এর ঘরে আপনার আধার নাম্বার টি লিখুন এবং Generate Otp button টিতে ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বারে Otp এলে Enter Otp Here এর ঘরে Otp টি সাবমিট করুন ও নিচের টিক্ বাক্স গুলিতে টিক দিয়ে Authenticate button টিতে ক্লিক করুন।


৮. Authenticate button টিতে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার ব্যক্তিগত তথ্য সমেত একটি নতুন পেজ খুলবে। ওই পেজ টির তথ্যের সাথে আধার কার্ডের তথ্য মিলিয়ে নিন এবং নিচে Proceed বোতামটিতে ক্লিক করুন।


৯. পরবর্তী পেজে "RTO অফিস অপশনে আপনার নিকটবর্তী RTO টি চয়ন করুন এবং নিচের তথ্য গুলি আঁধার কার্ডের সাথে মিলিয়ে নিন।

    ৯.১. নিচে Educational Qualification এর ঘরে লিস্ট থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী বিকল্প টি পছন্দ করুন। (*এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে আপনি কতদূর পড়াশোনা করেছেন বোঝানো হয়েছে। )

    ৯.২. তারপর Blood Group এর ঘরে আপনার ব্লাড গ্রুপ কি রয়েছে তা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি ব্লাড গ্রুপ না জেনে থাকেন তাহলে আপনি নিকটবর্তী কোনো ল্যাব থেকে রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার Blood Group টি জেনে নিতে পারেন অথবা Unknown অপশন টিও সিলেক্ট করতে পারেন।

    ৯.৩. নিচে Mobile No Registered With Aadhar এর ঘরে, আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর টি ইনপুট করে দেবেন।

    ৯.৪. তার নিচে আপনার Address অনুযায়ী District, Sub-District, Village/Town, Police Station, Landmark এবং Pincode এর ঘর গুলো ভরে ফেলুন।

    ৯.৫. নিচে Situation Of Stay at Present Address এর ঘরে আপনি উপরের address এ কত বছর ধরে বসবাস করছেন সেটি লিখে দিবেন।

    ৯.৬. তার নিচের Present Address এবং Permanent Address একই থাকে তাহলে Same As present address এর বক্সে টিক করে দেবেন। আর যদি না থাকে তাহলে উপরের মতো আবার আপনার Present Address অনুযায়ী District, Sub-District, Village/Town, Police Station, Landmark এবং Pincode ঘর গুলো ভরে ফেলুন।

    ৯.৭. তারপর নিচে "Press and Hold Ctrl Key to select multiple Class of vehicle" এর ঘরে আপনি কোন গাড়ির জন্য অনলাইন এ ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে চান সেটি পছন্দ করতে হবে।

⦿ Motor cycle without Gear (Non Transport) - গিয়ার ছাড়া মোটর সাইকেল (নন ট্রান্সপোর্ট) উদাহরণ : স্কুটি
⦿ Motor Cycle with Gear(Non Transport) - গিয়ার সহ মোটর সাইকেল (নন ট্রান্সপোর্ট) উদাহরণ : বাইক
⦿ LIGHT MOTOR VEHICLE (LMV) - হালকা মোটর যান (LMV)উদাহরণ : চারচাকা গাড়ি
⦿ LMV-3 Wheeler NT (3W-NT) - তিন চাকা গাড়ি

আপনি যদি বাইক এর জন্য ড্রাইভিং লাইসেন্সএর  আবেদন করতে চান তাহলে  Motor Cycle with Gear(Non Transport) অপশন টি সিলেক্ট করুন এবং যদি আপনি বাইক এবং চার চাকা দুটোর জন্যই আবেদন করতে চান তাহলে Motor Cycle with Gear(Non Transport) এবং LIGHT MOTOR VEHICLE (LMV) এই দুটো অপশনই সিলেক্ট করুন।

১০. আপনি যে অপশন টি সিলেক্ট করবেন অর্থাৎ যে গাড়ির জন্য অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন সেটি Selected Covs এ দেখতে পাবেন। তারপর নীচে Self Declaration from টি fillup করতে হবে। fillup করার জন্য প্রথেমে Self Declaration লেখাটিতে ক্লিক করুন এবং তারপর একটি নতুন পেজ খুলবে সেখানে লেখা গুলো দেখে Yes অথবা No অপশন টি ক্লিক করে নেবেন।

    ১০.১. তারপর নিচে চেক বক্স এ টিক দিয়ে সাবমিট করে দেবেন।

১১. Self Declaration পেজ টি সাবমিট হলে Back অপশনে ক্লিক করে আগের পেজে ফেরৎ চলে আসবেন।

১২. তারপর Self Declaration From 1 এর নিচে, ১ নাম্বার অপশনে বলা রয়েছে যদি আপনার এক্সিডেন্ট এর জন্য মৃত্যু হলে আপনি Organ ডানাতে করতে চান কি না। যদি করতে চান তাহলে Yes অপশনে এবং যদি না করতে চান তাহলে No অপশনে ক্লিক করতে হবে। এবং ২ নাম্বার অপশনে চেক বক্স এ টিক দিয়ে সাবমিট করে দেবেন।

১৩. Submit করার সাথে সাথে আপনার এপ্লিকেশন নাম্বার টি মেসেজে আসবে এবং এপ্লিকেশন পিডিএফ টি ডাউনলোড অথবা প্রিন্ট ও করতে পারেন।

১৪. তারপর নিচে Next button টিতে ক্লিক করতে হবে এবং আপনি একটি নতুন পেজে চলে আসবেন।

১৫. Application No ও Date Of Birth দিয়ে সাবমিট করলেই আপনি অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এর শেষ পর্ব Fee Payment করতে পারবেন। Fee Payment এর জন্য ওই পেজের নিচে আসতে হবে এবং Fee PAyment অপশন টি সিলেক্ট করে process button টিতে ক্লিক করতে হবে।

১৬. Procees বাটন টিতে ক্লিক করলেই একটি নতুন পেজ ওপেন হবে সেখানে Clcik Here to Calculate fee বাটন টি তে প্রেস করলেই আপনি দেখতে পাবেন লার্নার লাইসেন্সের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে।

১৭. নিচে ব্যাঙ্ক সিলেক্ট করে ক্যাপচা কোড দিয়ে Pay Now button টিতে click করতে হবে। GRIPS 2.0 পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করলে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এ কনফার্মেশন মেসেজে পেয়ে যাবেন।

১৮. পেমেন্ট কমপ্লিট করার পর আপনি সহজেই Learner licence এর জন্য slot বুক করতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য প্রয়োজনীও ডকুমেন্ট


মোবাইলে নাম্বার এর সাথে আধার নাম্বার যুক্ত থাকলে শুধুমাত্র আধার নাম্বার দিয়েই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
১. আধার কার্ড
২. মোবাইল নাম্বার

ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য প্রয়োজনীও লিঙ্ক


অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য যে ওয়েবসাইট গুলোর প্রয়োজন সেগুলোর লিঙ্ক নিচে দেওয়া রইলো।


উপসংহার


How To Apply Driving License Online for West Bengal 2023 প্রতিবেদনটির মাধ্যমে স্টেপ গুলো ফলো করলে আপনি সহজেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। বাড়িতে বসে কীভাবে learner liscence পাবেন তা জানার জন্য অবশ্যই নিচের প্রতিবেদনটি পড়ুন।




Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.