ফুল গল্পের সারমর্ম
ফুল গল্পের প্রশ্ন উত্তর (হাতে কলমে)
১. পরিরা জাদু জানে। তারা ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদুছড়ি। ধরো, তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদুছড়ি। বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস, কী কী বদলালে, লিখে রাখো :
উত্তর:- পড়াশোনা বলে কোনো জিনিস রাখবো না, সারাদিন খেলা ধুলা করে বেড়াবো, পরীক্ষাও দিতে যেতে হবে না।
২.) নীচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে। পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও :
২.১ কাঁচা আম খেতে টক , পাকা আম মিষ্টি হয়।
২.২ নাগরদোলা বারবার ওপরে ওঠে, আবার নীচে নামে।
২.৩ সকালবেলা সূর্য উঠলে চারিদিকে আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়।
২.৪ আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই ভালো বলবে।
২.৫ পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়।
৩.) নীচে কতগুলো ফাঁকা জায়গা দেওয়া হলো। ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলো পূর্ণ করো :
৩.১ নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের ( ফল / পাতা / ফুল ) ।
উত্তর:- ফুল ।
৩.২ পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এল ( জলপরিরা / ফুলপরিরা / বনপরিরা )।
উত্তর:- ফুলপরিরা ।
৩.৩ ( রোদ / বৃষ্টি / আলো ) এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত।
উত্তর:- আলো ।
৩.৪ বাতাস পাতা ( শুঁকে শুঁকে / উড়িয়ে / ঝরিয়ে ) চলে গেল।
উত্তর:- শুঁকে শুঁকে ।
৩.৫ এখনও নাকি ফুলপরিরা নেমে আসে (চাঁদে / পৃথিবীতে / আকাশে )।
উত্তর:- পৃথিবীতে ।
৪.) ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে। নীচে গুণগুলো দিয়ে দেওয়া হলো। শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো (একটি করে দেওয়া হলো) :
স্নিগ্ধতা:- শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়।
পবিত্রতা:- গাছের পবিত্র ফুল দিয়ে ভগবানের আরাধনা করা হয় ।
সুগন্ধ:- রজনীগনধা ফুলের সুগন্ধে মন ভরে যায় ।
বর্ণময়তা:- নতুন মন্দিরের সাজানো ফুলের বর্নময়তা দর্শকদের মুগ্ধ করেছে ।
সৌন্দর্য:- ফুলের সৌন্দর্য অতুলনীয় ।
৫.) দু-একটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৫.১ কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন?
উত্তর:- অনেক অনেককাল আগে যখন মানুষ জন্মায়নি, তখন পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক জানিয়েছেন ।
৫.২. যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল?
উত্তর:- যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীতে ছিল বড়ো বড়ো ঘাস আর পাতা।
৫.৩ ফুলপরিরা কেমন পোশাক পরে? তারা কী খায়?
উত্তর:- ফুলপরিরা ফুলের পাঁপড়ির পোশাক পরে আর ফুলের মধু খায়।
৫.৪ ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে কী কী রঙের ফুল ফুটেছিল?
উত্তর:- ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে ফুলের গাছ হয়েছিল তাতে সাদা নীল হলদে লাল বেগুনি রঙের ফুল ফুটেছিল।
৫.৫ গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কী করে?
উত্তর:- গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা ফুলবনে হাত ধরাধরি করে নাচে।
৫.৬ গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে?
উত্তর:- রাতের অন্ধকারে গভীর জঙ্গলে কোনো মানুষ যায় না,তাই তারা গভীর জঙ্গলেই নেমে আসে।
৭.) কোন ঋতুতে কী কী ফুল ফোটে তা নীচের ছকে লেখো :
গ্রীষ্ম:- অর্জুন, কনকচূড়া, কামিনী, গাব, দেবদারু, পলকজুঁই, পারুল, পালাম, বরুণ, বাওবাব, মুচকুন্দ, মেহগনি, সোনালু, স্বর্নচাঁপা ইত্যাদি ।
বর্ষা:- কদম, বকুল, লিলি, দোলনচাঁপা, ঘাসফুল, সন্ধ্যামালতি, কামিনী, দোপাটি, অলকানন্দ প্রভৃতি ।
শরৎ:- হিমঝুরি, ছাতিম, পাখিফুল, বকফুল, শেফালি, শিউলি, কাশফুল ইত্যাদি ।
হেমন্ত:- গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, ছাতিম, বকফুল ইত্যাদি ।
শীত:- চন্দ্রমল্লিকা, ডালিয়া, ফ্লক্স, জারবেরা, গ্ল্যাডিওলাস প্রভৃতি ।
বসন্ত:- অশোক, হিমঝুরি, ইউক্যালিপটাস, রক্তকাঞ্চন, কুরচি, কুসুম, পলাশ, পাখিফুল, পালাম, বুদ্ধনারিকেল, মণিমালা, মহুয়া, শাল, শিমুল ইত্যাদি।
৮.) একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো :
বসুধা= পৃথিবী
মৃত্তিকা= মাটি
বায়ু= বাতাস
বৃক্ষ= গাছ
অলি= মৌমাছি
তৃণ= ঘাস
৯.) 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো :
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
ফুল মধু
পরি রাত
বাগান গাছ
পাপড়ি পোশাক
১০.) বর্ণবিশ্লেষণ করো :
পৃথিবী= প্ + ঝ + থ্ + ই + ব্ + ঈ
চমৎকার= চ্ + অ + ম্ + অ + ত্ + ক্ + আ + র্
মৌমাছি= ম্ + ঔ + ম্ + আ + ছ্ + ই
জঙ্গল= জ্ + অ + ঙ + গ্ + ল্
মানুষ= ম্ + আ + ন্ + উ + ষ্
১১.) কটি বাক্য খুঁজে পেলে লেখো :
অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড়ো বড়ো ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত। বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত। হায়, ফুল নেই।
উত্তর:- পাঁচটি বাক্য খুঁজে পেলাম।
১২.) বিপরীতার্থক শব্দ লেখো :
রাত= দিন
বড়ো= ছোটো
আগে= পরে
যেত= আসতো
অনেক= কম
১৩.) কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী পাশেপাশে বাক্য লেখো :
১৩.১ পরিরা দুঃখে চলে যেত।
উত্তর:- ফুল নেয় বলে পরিরা দুঃখে চলে যেত।
১৩.২ চলো, আমরা ফুল নিয়ে আসি।
উত্তর:- পরীরা তাদের একে অপরকে বলেছিল চলো, আমরা ফুল নিয়ে আসি কারণ এমন চমৎকার জায়গাও ফুল নেই।
১৩.৩ ঘাস শুয়ে পড়েছে।
উত্তর:- ঘাস শুয়ে পড়েছে কারণ সারারাত ফুলপরিরা নাচ করে ঘাসের ওপর।