নিজের হাতে নিজের কাজ গল্পের সারমর্ম
নিজের হাতে নিজের কাজ গল্পের প্রশ্ন উত্তর (হাতে কলমে)
১. সংক্ষেপে উত্তর দাও :
১.১ একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন ?
উত্তর: একজন ডাক্তারবাবু রোগীদের সেবা করে সুস্থ করে সমাজের সেবা করে থাকেন
১.২ কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়?
উত্তর: কুলিদের সাধারণত রেলস্টেশনে ও বড়ো বড়ো বাসস্ট্যান্ডে কাজ করতে দেখা যায়,কিছুক্ষেত্রে কুলিরা বাজারেও কাজ করে থাকে।
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন?
উত্তর: বাঙালি ডাক্তারবাবু কারমাটার রেলস্টেশনে নামলেন।
২.২ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন?। উত্তর: গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় তুলে বয়ে নিয়ে গেলেন।
২.৩ ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? উত্তর: ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি অপেক্ষারত পালকিতে তুলে দিলেন।
২.৪ কুলিটি তাঁর নিজের নাম কী বলেছিলেন ? উত্তর: কুলিটি তার নিজের নাম- ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন।
৩. বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো :
ডা ক্তা র,স ম্মা ন,
অপে ক্ষা,
পারি শ্র মিক,
ল জ্জি ত,
স ঙ্কু চিত
৪. নীচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে (✓ ) চিহ্ন আর যেটা ভুল তার পাশে (x) চিহ্ন দাও :
৪.১ ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। {✓}৪.২ ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। (x)
৪.৩ কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়। (x)
৪.৪ গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড়ো ছিলেন। {✓}
৫. বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো :
শ + ই + ক্ + ষ্ + আ = শিক্ষাড্ + আ + ক্ + ত্ +আ +র্ + ব্ + আ + ব্ + উ = ডাক্তারবাবু
অ + প্ + এ + ক্ + ষ্ + আ = অপেক্ষা
ব্ + য্ + আ + গ্ = ব্যাগ
৬. বর্ণবিশ্লেষণ করো :
কারমাটার- ক্ + আ + র্ + ম্ + আ + ট্ + আ + র্স্টেশন- স্ + ট্ + এ + শ্ + অ + ন্
পারিশ্রমিক- প্ + আ + র্ + ই + শ্ + র্ + অ + ম্ + ই + ক্
ঈশ্বরচন্দ্র- ঈ + শ্ + ব্ + অ + র্ + চ্ + অ + ন্ + দ্ + র্ + অ
ক্ষমা- ক্ + ষ্ + অ + ম্ + আ
৭. একই অর্থের শব্দ লেখো :
উপস্থিত= হাজিরক্ষুদ্র= ছোটো
মর্যাদা= সম্মান
কুণ্ঠিত= লজ্জিত
থলে= ব্যাগ
৮. বিপরীতার্থক শব্দ লেখো :
সন্মান= অপমানলজ্জা= গৌরব
শিক্ষা= অশিক্ষা
উচিত= অনুচিত
সঙ্কুচিত= প্রসারিত
৯. বাক্য বাড়াও
৯.১ কুলি হাজির। (কোথায়? )
➯ ডাক্তারবাবু ডাকার সঙ্গে সঙ্গে স্টেশনে কুলি হাজির।
৯.২. ডাক্তারবাবু চমকে উঠলেন। (কেন?)
➯ যাকে কুলি ভেবে পারিশ্রমিক দিতে গেলে তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।
৯.৩ তিনি প্রতিজ্ঞা করলেন। (কী প্রতিজ্ঞা?)
➯ ডাক্তারবাবু আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে সঙ্কুচিত হবেন না বলে তিনি প্রতিজ্ঞা করলেন।
৯.৪ ট্রেন এসে দাঁড়াল। (কোথায়?)
➯ কারমাটার রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো।
১০. গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো :
১০.৫)একটি ট্রেন এসে দাড়াল।১০.১)ডাক্তারবাবু তাঁর ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন।
১০.৪)ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো।
১০.৩)কুলি বলল, “পয়সা লাগবে না।”
১০.২)ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো।
১১. নিজের ভাষায় উত্তর দাও :
১১.১ কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল?
উত্তর= ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হয়েছিল।
১১.২ ব্যাগ বইতে তাঁর লজ্জা হওয়ার কারণ কী?
উত্তর= ডাক্তারবাবু সম্মানে বড়ো ছিলেন,তাই তার ব্যাগ বইতে লজ্জা হয়।
১১.৩ ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন?
উত্তর= ডাক্তারবাবুর ব্যাগটি কুলি পালকি অবদি পৌঁছে দিয়েছিলেন,তার পারিশ্রমিক হিসেবে ডাক্তারবাবু কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন।
১১.৪ ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন?
উত্তর= ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন,সেটা দেখে কুলিটি শুধুমাত্র সাহায্য করলেন। তাই কুলিটি কোনো পয়সা নিলেন না।